কখনও মাদক, কখনও বিচ্ছেদ; আবার কখনও একাধিক নারীসঙ্গ! এমন নানা ইস্যুতে জর্জরিত ছিলেন ভারতীয় র্যাপার ও সংগীতশিল্পী হানি সিং। কিন্তু এসবই এখন শুধুই অতীত। এবার এই শিল্পীর জীবনে আরেক নতুন প্রেম! তাই তো চলে আসলেন আলোচনায়।
সম্প্রতি তার প্রকাশিত একটি ভিডিওতে নতুন প্রেমের জল্পনা মেলে। দেখা যায়, এক তরুণীকে সঙ্গে নিয়ে কেক কাটছেন হানি সিং। আর সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হানির প্রেম জল্পনা।
কিন্তু কে সেই নারী, তা জানা গেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, হানি সিংয়ের সঙ্গে থাকা সেই চর্চিত প্রেমিকা হলেন মিশরের মডেল এমা বাকর। সেদিন এক রেস্তোরাঁয় বিলাসবহুল আয়োজন করেন শিল্পী।
সেই ভিডিও শেয়ার করে হানি তার প্রেয়সীকে ‘ক্লিয়োপেট্রা’ বলে সম্বোধন করেন।
এর আগে শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন ছিলেন হানি সিং। টানা ১১ বছর সংসারের পর ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।
একটি মন্তব্য পোস্ট করুন