‘ফিরিয়ে দাও’ গানে মুখরিত আনন্দ শোভাযাত্রা | Latest News

‘ফিরিয়ে দাও’ গানে মুখরিত আনন্দ শোভাযাত্রা | Latest News


প্রতিবছরের ন্যায় এবারও পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে মাতছে দেশ। আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হলো নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষ। 

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে আয়োজিত এই শোভাযাত্রার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশাচালক প্রতিনিধি, নারী ফুটবলা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপুসহ বিভিন্ন বাংলা ব্যান্ডেক দেখা যায় ‘ফিরিয়ে দাও’ গানে আনন্দ শোভাযাত্রা উদযাপন করছে। যা দেখতেও বেশ ভালো লাগবে বলে নেটিজেনরা বলছেন। 

ভিডিওতে দেখা যায়, সাধারণ জনগণের সঙ্গে রাস্তায় র‌্যালির মাঝে খালি গলায় গিটার হাতে ‘ফিরিয়ে দাও’ গান গাইছেন শিল্পীরা। তাদের সঙ্গে সাধারণ জনগনণও গান গেয়েছেন। 

প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে।

পাশাপাশি শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন