সার্জারি করে চেহারা নষ্ট করেছেন, নীরবতা ভাঙলেন মৌনী | Mouni-Roy Latest News

সার্জারি করে চেহারা নষ্ট করেছেন, নীরবতা ভাঙলেন মৌনী | Mouni-Roy Latest News


বেশ কিছুদিন ধরেই আলোচনায় বলিউড অভিনেত্রী মৌনী রায়। তাকে ঘিরে চলছে বিস্তর সমালোচনা। অনেকেরই দাবি, ফের প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়েছেন মৌনী! যে কারণে ট্রোলিংয়েরও শিকার হচ্ছেন তিনি। 

বিষয়গুলো কিভাবে দেখছেন এই অভিনেত্রী? মৌনী বললেন, ‘কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এসব মন্তব্যে মনযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রোল করে আনন্দ খুঁজে পায় তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।’

যদিও প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিনা তা নিয়ে রহস্যই রাখলেন অভিনেত্রী। তবে ভক্তরা মনে করছেন তিনি আবারও সার্জারি করিয়েছেন। 

তার কারণ, দিন কয়েক আগেই আসন্ন ছবি 'ভূতনী'র ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন মৌনী। সেখানেই তাকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। চোখের পাশে ফুলে উঠেছে। বদলে গিয়েছে মুখটাও। 

এর আগেও ছুরি-কাঁচির সহায়তা নিতে হয়েছে মৌনীকে, এবারও হয়তো তেমন কিছুই করেছেন বলে মত নেটিজেনদের।

বিষয়টি নিয়ে অতীতে মৌনীকে প্রশ্ন করা হলে, তিনি অবশ্য প্লাস্টিক সার্জারির বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন। জানিয়েছিলেন সুস্থ জীবনযাত্রা ও ত্বকের যত্ন নেওয়ার কারণেই তার লুক বদলে গিয়েছে। 

মৌনী স্বীকার না করলেও অনেক অভিনেত্রী কিন্তু প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে রয়েছেন- শ্রুতি হাসান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর... তালিকাটা খুব একটা ছোট নয়।

Post a Comment

Previous Post Next Post