নেহা ও টনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বড় বোন সোনু কক্কর | Neha-Tony Latest News

নেহা ও টনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বড় বোন সোনু কক্কর | Neha-Tony Latest News


বলিপাড়ায় হচ্ছেটা কী? কিছুদিন আগেই গায়ক আমাল মালিক এক বিবৃতির মধ্যে দিয়ে বাবা-মা ও ভাই আরমান মালিকের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছিলেন। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো সংগীতাঙ্গনে। 

এবারও এক বিবৃতির মধ্যে দিয়ে আদরের বোন নেহা কক্কর ও ভাই টনি কক্করের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিলেন গায়িকা সোনু কক্কর! ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার ও টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।

পোস্টে সোনু বলেন, ভাই টনি আর বোন নেহার সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। তিনি তাঁদের বড় বোন নন। তবে এই সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো কারণ বা কাউকে দায়ী করে কিছু বলেননি সোনু।

যদিও সম্পর্ক ছিন্ন করার কারণ জানাননি সোনু। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বলিউডে নিজেদের পরিচিতি বানিয়েছেন কক্কর ভাই-বোনেরা। তাদের বন্ডিংও ছিল দেখার মতো। সোনু সকলের চেয়ে বড়, এরপর টনি, সবচেয়ে ছোট নেহা। এতদিন সোনুই সকলকে আগলে রাখতেন। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিটি জায়গায় তিনজনেই একসঙ্গে হাজির থাকতেন। তাদের সম্পর্কও যে ভাঙতে পারে এমনটা ভাবতেই পারছেন না ভক্তরা। অনেকে আবার বলছেন, এ বোধহয় পাব্লিসিটি স্টান্ট। 

তারা মনে করিয়ে দিচ্ছেন, বছর কয়েক আগের কথা। তখন সদ্য বিয়ে হয়েছেন নেহার। বিয়ের মাস কয়েকের মধ্যেই বড়সড় বেবিবাম্প নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন নেহা। সবাই ভেবেছিল তিনি বুঝি মা হচ্ছেন। অনেকে তো এমনও ভেবে ফেলেন, মা হওয়ার কারণেই সাত তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছেন নেহা! 

যদিও দিন কয়েক পরে জানা যায়, এ সব আদতে কিছুই নয়। এক মিউজিক ভিডিওর প্রচারের কারণেই মিথ্যে বেবিবাম্পের আশ্রয় নিয়েছিলেন নেহা। এবারেও অনেকেরই ধারণা, এরকমই হয়তো কিছু একটা ঘটাতে চলেছেন তারা, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। 

এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি নেহা। মুখ খোলেননি টনি কক্করও। 

উল্লেখ্য, পোস্ট করার কিছুক্ষণের মধ্যে তা মুছেও দেন সোনু। কিন্তু স্ক্রিনশট তার আগেই ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।

Post a Comment

Previous Post Next Post