ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে ছবির হাউজফুল শো যাচ্ছে।
শুধু সাধারণ দর্শকই নয়, বরবাদ দেখতে সিনেমা হলে হাজির হচ্ছেন শোবিজাঙ্গনের তারকা থেকে শুরু করে ক্রিকেটাররাও। যে তালিকায় এবার যোগ হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।
জিম্বাবুয়ে সিরিজের আগে বর্তমানে টাইগাররা সিলেটে অবস্থান করছেন। সেখানেই অনুশীলনের ফাঁকে ‘বরবাদ’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন তারা।
গ্রান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর ১২টায় ‘বরবাদ’-এর শো দেখতে হাজির হন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়।
এসময় তাদের সঙ্গে ছিলেন টিম অপরেশন্স নাফিস ইকবাল খান, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদ।
সিনেমা হলে ক্রিকেটারদের তোলা একটি ছবি পোস্ট করে গ্রান্ড সিলেট মুভি থিয়েটার জানিয়েছে, ‘অবসর সময়ে বাংলা সিনেমা দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট টিম। সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখি, বাংলা সিনেমার উন্নয়নে পাশে থাকি।’
প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।
Post a Comment