ইউক্রেনে রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত ৩৫ | Ukrane News

ইউক্রেনে রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত ৩৫ | Ukrane News


ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর সুমিতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১৭ জন। আজ সোমবার সকালে সুমিতে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেনে অভিযানরত রুশ সেনা বাহিনী।

নিহত ও আহতদের মধ্যে সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যদের পাশাপাশি বেশ কয়েক জন বেসামরিকও আছেন। সুমির আইন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পরে দুপুরের দিকে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, “সোমবার সকালে সুমিতে ইউক্রেনের সামরিক বাহিনীর কয়েক জন কর্মকর্তা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের স্থল লক্ষ্য করে দু’টি ইসকান্দার-এম ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। এতে ৬০ জন নিহত হয়েছেন।”

হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সাইবিহা এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই হামলা প্রমণ করে যে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী, বন্ধ করতে নয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ সংবাদমাধ্যম কমেরসেন্টকে বলেছেন, সুমিতে রুশ প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা তাদের ‘পশ্চিমা সহকর্মীদের’ সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামালার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “যুদ্ধের নামে সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়া একটি জঘন্য কাজ। একমাত্র খচ্চররাই এমন করতে পারে।”

জার্মানি, ব্রিটেন ও ইতালি ইতোমধ্যে এ হামলার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, “আমাকে বলা হয়েছে যে হামলাটি ছিল ভুলবশত। তবে আমি মনে করি যে এটা একটা ভয়াবহ ব্যাপার।”

Post a Comment

নবীনতর পূর্বতন