কালো জাদুর কারণে কি কি ভয়ংকর ঘটনা ঘটতে পারে (ভিডিও)। Black Magic Symptoms | Bhoutik Kotha Story | Bhoutik

কালো জাদুর কারণে কি কি ভয়ংকর ঘটনা ঘটতে পারে (ভিডিও)। Black Magic Symptoms | Bhoutik Kotha Story | Bhoutik

 

(ছবিঃ ভৌতিক কথার ১৪তম এপিসোড এর পোস্টার)

ভুত বিশ্বাস করেন না এমন মানুষ আপনি অনেক বেশী খুজে পাবেন অথচ ভুতে ভয় পায় না এমন একটি মানুষও আপনি খুজে পাবেন না । ঠিক এমনি রহস্যময় এই ভৌতিক জগতটা । একই সাথে রহস্য এবং একই সাথে ভয় দুটো ব্যাপার এক সাথে মিলিয়েই ভৌতিক কথার সৃষ্টি। এই অদ্ভুত ভুতুরে প্রোগ্রামটি গত ১ বছর যাবত বেশ জনপ্রিয়তার সাথেই সম্প্রচারিত হয়ে আসছে । প্রতি শুক্রবার রাত ১১ঃ৩০ এ সম্প্রচারিত হয় ভৌতিক কথা । অনুষ্ঠানটিতে ভয়ংকর সব ঘটনা পড়ে শোনান এবং একই সাথে অনেক ভয়ানক ঘটনা মানুষের কাছ থেকে শুনেন সয়ং এই প্রোগ্রাম এর হোস্ট জেফরী খান । এই প্রোগ্রামটি খুব সফলভাবেই গত ১ বছরে ২ টি সিজন সম্প্রচারিত করেছে এবং এখন চলছে সিজন ৩ এর এপিসোড । এই অনুষ্ঠান্টির এই মুহুর্তে বাংলাদেশের রেকোর্ডধারী একটা অনুষ্টান । এর কারণ হলো এই অনুষ্ঠানের একটি এপিসোড যা ১ বছর পুর্তীতে স্পেশাল একটি এপিসোড করেছিলেন জেফরী ভাই । যার সম্প্রচারিত হয়েছিলো ৮ ঘন্টা যাবত । বাংলাদেশের ইতিহাসে যেকোন ভৌতিক প্রগ্রামের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে বিশাল এপিসোড ছিলো ভৌতিক কথার এনিভার্সারী স্পেশাল মহা এপিসোড। 

আজ থাকছে ভৌতিক কথা প্রোগ্রামের সিজন ৩ এর ১৪ তম এপিসোড । যা সম্পূর্ন লাইভ সম্প্রচারিত হবে । সবাইকে এই প্রোগ্রামটি শোনার অনুরোধ জানানো হচ্ছে । নীচে লিংক দেয়া হলো । 


Post a Comment

Previous Post Next Post